kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

প্রথম রাউন্ডেই...

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম রাউন্ডেই...

মেয়েদের টেনিসের বিশ্ব র্যাংকিংয়ে অ্যাশলে ব্যার্টি এক নম্বরে। উইম্বলডনে শিরোপা উৎসব করে এসেছিলেন টোকিওতে। কিন্তু প্রথম রাউন্ডে হেরে অলিম্পিক সোনা জয়ের স্বপ্ন ভেঙে গেছে এই অস্ট্রেলিয়ানের। স্পেনের সারা সোরিবেসের কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরে যান ব্যার্টি। তবে সরাসরি সেটে জিতে নিজ দেশের অলিম্পিক শুরু করেছেন নাওমি ওসাকা। এএফপিসাতদিনের সেরা