kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

আইসিইউতে শ্যুটার জাকিয়া

ক্রীড়া প্রতিবেদক   

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইসিইউতে শ্যুটার জাকিয়া

করোনাক্রান্ত হয়ে জাতীয় শ্যুটার জাকিয়া সুলতানা টুম্পা এখন আইসিইউতে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুটি এসএ গেমসে পদক জেতা এই শ্যুটার ঈদের আগেই লালমনিরহাটে নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হন তাঁর বাবার সঙ্গে। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ঈদের দিনই তাঁদের ঢাকায় আনা হয়। এই মুহূর্তে শাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জাকিয়া। একই হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন তাঁর বাবা তসলিম উদ্দিন।

২০১৭ সালে ১০ মিটার এয়ার রাইফেলে জাতীয় চ্যাম্পিয়ন হন জাকিয়া। পরের বছর গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে পদকের খুব কাছাকাছি গিয়েছিলেন, শেষ পর্যন্ত চতুর্থ হয়েছেন। গত এসএ গেমসেও দলগত রুপা জিতেছেন তিনি। দেশের শীর্ষ সারির এই শ্যুটার এখন জীবন বাঁচাতে লড়ছেন। তাঁর ছোট ভাই ফুয়াদ বোনের উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন, ‘ডাক্তার বলেছেন ওর অবস্থা ভালো নয়। ফুসফুসের অনেকটাই আক্রান্ত হয়েছে। অক্সিজেনেরও ঘাটতি হচ্ছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য সবার দোয়া ও সহযোগিতা চাই আমরা।’ বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তিখাবুল হামিদ জানিয়েছেন, তাঁরা জাকিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।সাতদিনের সেরা