kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

শেষটায় হলো না উচিমুরার

২৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেষটায় হলো না উচিমুরার

লন্ডনে জিতেছেন, জিতেছেন রিওতেও। এবার ঘরে এলো অলিম্পিক। কিন্তু জাপানের তারকা জিমন্যাস্ট কোহেই উচিমুরা রাঙাতে পারলেন না এ আসর। হাই বারে কসরত দেখানোর একেবারে শেষ পর্যায়ে হাত ফসকে পড়ে যান তিনি। টানা তৃতীয় অলিম্পিকে সোনা জেতার স্বপ্নটা ভেঙে যায় সেখানেই। বয়স ৩২, ক্যারিয়ারের শেষ অলিম্পিকই ছিল এটা উচিমুরার। নিজের আঙিনায় শেষটা তাই রাঙানো হলো না জাপানের ইতিহাসের অন্যতম সেরা এই জিমন্যাস্টের। লন্ডনে জেতা অল অ্যারাউন্ড সোনাটা ধরে রেখেছিলেন তিনি রিওতে। পাশাপাশি সে আসরে জেতেন দলগত সোনাও। তা ছাড়া বেইজিং অলিম্পিকসহ চার রুপাও আছে তাঁর। কিন্তু উচিমুরার শেষটা হলো শূন্য হাতে।