kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

জয়ে শুরু ব্রাজিলের

আর্জেন্টিনার হার

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজয়ে শুরু ব্রাজিলের

কোপা আমেরিকার ফাইনালের ক্ষতটা শুকায়নি এখনো। আর্জেন্টিনার কাছে হারের জ্বালা অলিম্পিক সোনা জিতে কিছুটা হলেও কমাতে চান রিচার্লিসন। সেই অভিযানে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক এই ব্রাজিলিয়ানের। তাঁর দ্যুতিতে জার্মানিকে ৪-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল। তবে শুরুতেই হোঁচট দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অস্ট্রেলিয়া তাদের হারিয়েছে ২-০ গোলে। এ ছাড়া স্পেন গোলশূন্য ড্র করেছে মিসরের সঙ্গে, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মেক্সিকো আর স্বাগতিক জাপান ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।

অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরা নেই। ২৩ বছরের বেশি বয়সী তিনজনের কোটায় ব্রাজিলের হয়ে খেলছেন রিচার্লিসন। গ্রুপ ‘ডি’তে এভারটনের এই স্ট্রাইকারের ৭, ২২ ও ৩০ মিনিটের ৩ গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। ৫৭ মিনিটে নাদিম আমিরি ও ৮৪ মিনিটে প্রিন্স আচের গোলে ম্যাচে ফেরে জার্মানরা। তবে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে পাউলিনহোর গোলে বড় জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। গ্রুপ ‘সি’তে আর্জেন্টিনার বিপক্ষে ১৪ মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন লাচলান ওয়ালেস। ৮০ মিনিটে মার্কো তিলিওর গোলে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার ২-০ ব্যবধানের জয়। এএফপিসাতদিনের সেরা