kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

আবাহনীর স্বস্তির জয়

ক্রীড়া প্রতিবেদক   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবাহনীর স্বস্তির জয়

কাদা-পানিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী প্রায়। এর পরও সেখানে ম্যাচ হচ্ছে। গতকাল যেমন দুই আবাহনী মুখোমুখি হলো। তাতে খেলোয়াড়দের প্রাণান্তকর পরিশ্রম হলো একটি সঠিক পাস দিতে, একটি শট নিতে। এর মধ্যেই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারাটা স্বস্তিরই ঢাকা আবাহনীর জন্য।

ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেছেন সানডে চিজোবা। গোলের আগে অবশ্য তাঁকে পাহারায় রাখা মনজুর মানিক পিছলে পড়েন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ওপর থেকে নেওয়া বাঁ পায়ের গড়ানো শটে মামুনুল ইসলাম ব্যবধান দ্বিগুণ করেছেন। এই জয়ে লিগে এখন ৩৬ পয়েন্ট আকাশি-নীলের ১৭ ম্যাচে, শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ১৩ পয়েন্ট কম। আর ২৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।সাতদিনের সেরা