kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

অলিম্পিকে মারে

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅলিম্পিকে মারে

অলিম্পিকে অংশ নেবেন অ্যান্ডি মারে। গ্রেট ব্রিটেনের অলিম্পিক দলে নাম আছে এই স্কটিশ তারকার। টেনিসের পুরুষ এককে তৃতীয়বার সোনা জয়ের মিশনে তিনি টোকিও যাচ্ছেন। খেলবেন ডাবলসেও; তবে ভাই জেমি নন, জুটি বাঁধবেন জো সলিসবুরির সঙ্গে। ২০১৬ সালের রিওতে সোনা জয়ের পর চোটের জন্য ক্যারিয়ারটাই থমকে যায় মারের। এএফপি