kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

প্রথম দিনের খেলা পরিত্যক্ত

১৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত-নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রকৃতির বাগড়া। বৃষ্টির জন্য প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি সাউদাম্পটনে। মাঠ ভেজা থাকায় মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা শুরু করা যায়নি। বিরতির পর মাঝে একবার বৃষ্টি কমলেও তা আবার শুরু হওয়ায় শেষ পর্যন্ত পরিত্যক্তই ঘোষণা করা হয় প্রথম দিনের খেলা।

অবশ্য রিজার্ভ ডে আছে ফাইনালে। তবে খেলার সময় নষ্ট হলেই শুধু রিজার্ভ ডে ব্যবহৃত হবে। ছয় দিন খেলার পরও ম্যাচ ড্র হলে যৌথ চ্যাম্পিয়ন হবে ভারত ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ১.৬ মিলিয়ন ডলার আর রানার আপ দল আট লাখ ডলার। যৌথ চ্যাম্পিয়ন হলে ২.৪ মিলিয়ন ডলার সমবণ্টন করা হবে দুই দলের মাঝে। ক্রিকইনফোসাতদিনের সেরা