kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

জরিমানায় পার সাব্বির

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বর্ণবাদী মন্তব্যের অভিযোগ বেশ গুরুতরই। তবে ঘটনা মাঠের বাইরে হওয়ায় নাকি বিষয়টি ম্যাচ রেফারির প্রতিবেদনে উল্লেখই করা হয়নি। তবে গত পরশু বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ম্যাচ চলাকালীন শেখ জামাল ধানমণ্ডির খেলোয়াড় ইলিয়াস সানীকে গালমন্দ ও ইট ছুড়ে মারার ঘটনায় শাস্তি পেয়েছেন সাব্বির রহমান। ওই সময় ম্যাচও বন্ধ ছিল কিছুক্ষণ। এর ভিত্তিতেই ভার্চুয়াল এক শুনানিতে লিজেন্ডস অব রূপগঞ্জের এই খেলোয়াড়ের পাশাপাশি ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি জুটেছে শেখ জামালের ম্যানেজার সুলতান মাহমুদেরও। দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই ঘটনায় ইলিয়াসকে সকর্তও করে দেওয়া হয়েছে।সাতদিনের সেরা