kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

এবার বিতর্কে সাব্বির

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক। এবারের চরিত্র বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বিবেচনার বাইরে থাকা সাব্বির রহমান। এর আগেও নানা বিতর্কিত কাণ্ডে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পাওয়া এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, তিনি গতকাল বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ম্যাচ চলাকালীন শেখ জামাল ধানমণ্ডির খেলোয়াড় ইলিয়াস সানিকে মাঠের বাইরে থেকে ইট ছোড়া এবং গালমন্দ করার পাশাপাশি বর্ণবাদী মন্তব্যও করেছেন। এ জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সিসিডিএম প্রধান বরাবর চিঠিও দিয়েছে শেখ জামাল কর্তৃপক্ষ।সাতদিনের সেরা