kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

ভালো আছেন এরিকসেন

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভালো আছেন এরিকসেন

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন বললে ভুল হবে না। ক্রিশ্চিয়ান এরিকসেনের এই হাসি তাই অমূল্য। ফিনল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে লুটিয়ে পড়ার ওই মুহূর্তটি থেকে কোটি ফুটবলপ্রেমী যে প্রার্থনা করে গেছেন, তার পুরস্কারই যেন এই হাসি। সেদিনের পর গতকালই প্রথম হাসপাতালের বিছানায় শোয়া এরিকসেনের এই ছবি দেখা গেছে। শুধু তা-ই নয়, ড্যানিশ তারকা নিজেই ইনস্টাগ্রামে লিখেছেন ‘ভালো আছি।’ সবার ভালোবাসায় কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি সেই পোস্টে, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে আপনাদের সবার উষ্ণ ভালোবাসায় আমি আপ্লুত। হাসপাতালে ভালো আছি। এখনো কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি। তবে ডেনমার্কের জন্য প্রতিটি ম্যাচেই গলা ফাটাতে তৈরি।’

 সাতদিনের সেরা