kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

বিসিবির তামাশা

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানের কাণ্ড নিয়ে সারা দেশ তোলপাড়। গতকাল রুদ্ধশ্বাস সময় পার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতনরাও। ক্রিকেট আইনের বইয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকলে কর্তারা কেন নাওয়া-খাওয়া হারাম করে ঢাকা শহরের এমাথা-ওমাথা ছোটাছুটি করলেন, বোঝা মুশকিল। আরো দুর্বোধ্য সাকিবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি জানানো নিয়ে ঢাক ঢাক গুড় গুড় ভাব।

গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় বিসিবির মিডিয়া কমিটির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন ধানমণ্ডিতে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনামের অফিসে অনুষ্ঠিত হবে। সেই মতে সংবাদকর্মীরা সেখানে যাওয়ার পথে, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে একই সূত্রে জানতে পারেন যে সেটি বাতিল করা হয়েছে। কিন্তু এর মিনিট দশেক পরেই দেখা যায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজী ইনাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ সম্মেলন করছেন। স্থান, বিসিবি সভাপতির বাসভবনের গ্যারেজ। এ ব্যাপারে জালাল ইউনুসের ব্যাখ্যা,‘সবাই (সংবাদকর্মী) ওখানে এসেছে ভেবে আমরা গুলশানেই প্রেসের সঙ্গে কথা বলেছি।’সাতদিনের সেরা