kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

নিজেই নিজের ভরসা বাকী

২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



নিজেই নিজের ভরসা বাকী

ক্রীড়া প্রতিবেদক : কয়েক দিন আগে কোরিয়ান পিস্তল কোচ কিম ইল ইয়াংয়ের সঙ্গে আগামী ২০২৪ অলিম্পিক পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন। রাইফেলেও এমন দীর্ঘমেয়াদি কোচ চায় তারা। টোকিও অলিম্পিকের পর সেটি হবে বলে আশা করছেন ফেডারেশন মহাসচিব ইন্তিখাবুল হামিদ। মাঝখানে টোকিওতে আব্দুল্লাহেল বাকীর অংশগ্রহণ অনেকটা অংশ নেওয়ার জন্যই।

অন্তত অলিম্পিকের জন্য বিশেষ কোনো প্রস্তুতিই হয়নি বাকীর। হাই প্রফাইল কোনো কোচ পাননি। কথা ছিল জানুয়ারিতে জার্মানিতে প্রশিক্ষণে যাবেন, যাওয়া হয়নি। অলিম্পিকের আগে আগে আরেকটি বিশ্বকাপেও অংশ নেওয়ার কথা ছিল, সেই পরিকল্পনাও বাতিল হয়েছে। প্রথম কারণ করোনা। তবে সেটাই মূল কারণ নয়। কারণ করোনার মধ্যেই ভারত ও চীনের শ্যুটাররা এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলছেন অলিম্পিক প্রস্তুতির জন্য। ক্রোয়েশিয়ায় পরের বিশ্বকাপটাও খেলবেন তাঁরা। বাংলাদেশের আর্চাররাই যেমন অলিম্পিক প্রস্তুতিতে সুইজারল্যান্ডে বিশ্বকাপ খেলে এলেন, এবার যাচ্ছেন প্যারিসে। শ্যুটিংয়ে তেমন কিছু হয়নি, বাকী মানছেন আর্থিক সীমাবদ্ধতাও ছিল ফেডারেশনের। এখন তাই অনেকটা নিজেই নিজের ভরসা বাকী, ‘অনুশীলনে ৬২৭-৬২৮ স্কোর হচ্ছে। টোকিওয়েতেও হলে ফাইনালের আশা থাকবে। যার কেউ নেই তার আল্লাহ আছেন। অনেকটা সেই ভরসাতেই যাচ্ছি টোকিওতে। যদি ভালো কিছু হয়ে যায়।’ অবশ্য বেশ ভালো প্রস্তুতি নিয়েও ভালো করতে না পারার উদাহরণ তিনি নিজেই। রিও অলিম্পিকের আগে  অনেকগুলো বিশ্বকাপে টানা খেলেও সেখানে প্রত্যাশিত স্কোরটা করতে পারেননি তিনি।



সাতদিনের সেরা