kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

বাবাকে উৎসর্গ

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



বাবাকে উৎসর্গ

লিভারপুলের ১২৯ বছরের ইতিহাসেই নেই কোনো গোলরক্ষকের গোল করার কীর্তি। ওয়েস্টব্রোমের বিপক্ষে সেই ইতিহাসই গড়লেন আলিসন বেকার। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কর্নার থেকে আসা বলে ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের হেড জড়ায় জালে, যার মূল্য হতে পারে মিলিয়ন ডলার! ২-১ গোলের নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার দৌড়ে টিকে রইল লিভারপুল। ম্যাচ শেষে গোলটি গত ফেব্রুয়ারিতে প্রয়াত বাবা হোসে অগাস্তিনহোকে উৎসর্গ করেছেন আলিসন, ‘আমি নিশ্চিত ওপারে তিনি উদযাপন করেছেন আমার গোলটি।’

মুগ্ধ কোচ ইয়ুর্গেন ক্লপও, ‘গোলরক্ষকের করা গোলের মধ্যে আমার দেখা এটাই সেরা।’ গোল আটকানোর পাশাপাশি ১৩১ গোল করে সবাইকে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান রোজেরিও সেনি। এ ছাড়া প্যারাগুয়ের হোসে লুই চিলাভার্ট ৬৭, পেরুর জনি ভেগাস ফের্নান্দেস ৪৫, বুলগেরিয়ার দিমিতার ইভানকভ ৪২ আর কলম্বিয়ান সাবেক গোলরক্ষক রেনে হিগুইতার পেশাদার ক্যারিয়ারে গোল ৪১টি। বিবিসি



সাতদিনের সেরা