kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

রিয়াল ছাড়তে চান জিদান!

১৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরিয়াল ছাড়তে চান জিদান!

শেষ দুই ম্যাচে দুই জয়। তাহলেই ২০১৩-১৪ মৌসুমের পর লা লিগার মুকুট ফিরে পাবে অ্যাতলেতিকো মাদ্রিদ। ১২ মে নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারায় ডিয়েগো সিমিওনের দল। বার্সেলোনা ৩-৩ গোলে লেভান্তের সঙ্গে ড্র করে শিরোপা দৌড় থেকে একরকম ছিটকেই গেছে। ৩৪ মিনিটে ২-০ গোলে এগিয়েও বার্সার পয়েন্ট হারানোর জন্য দায়ী করা হচ্ছে বিরতির পর কোচ রোনাল্ড কোম্যানের ভুল পজিশনে ভুল ফুটবলার খেলানোকে। তবে গ্রানাদাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে অ্যাতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একটি করে গোল লুকা মদরিচ, রদ্রিগো, আলভারো অদ্রিয়োজোলা ও করিম বেনজিমার। সমান ৩৬ ম্যাচ শেষে অ্যাতলেতিকোর পয়েন্ট ৮০, রিয়ালের ৭৮ আর বার্সেলোনার ৭৬। গতরাতে অ্যাতলেতিকো যদি ওসাসুনাকে হারায় আর রিয়াল জিততে না পারে বিলবাওয়ের সঙ্গে, তাহলেই এক ম্যাচ হাতে রেখে লা লিগা নিজেদের করে নেবে ডিয়েগো সিমিওনের দল।

এদিকে গোলডটকম, মার্কা আর ওন্দা সেরো রেডিও জানিয়েছে, সেভিয়ার সঙ্গে ম্যাচের আগের দিন মৌসুম শেষে রিয়াল ছাড়ার কথা শিষ্যদের জানিয়েছিলেন জিনেদিন জিদান। চুক্তির এক মৌসুম বাকি থাকলেও হাঁপিয়ে ওঠা জিদান ছাড়তে চান প্রিয় ক্লাব। তাঁর জায়গা নেওয়ার দৌড়ে রাউল গঞ্জালেস, মাসিমিলিয়ানো অ্যালেগ্রি আর ইওয়াখিম ল্যোভ এগিয়ে আছেন বলেও জানিয়েছে ওন্দা সেরো রেডিও।