kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ফুলহামের অবনমন

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফুলহামের অবনমন

বার্নলির কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেল ফুলহাম। অবনমন এড়াতে নিজ মাঠে জিততেই হতো স্কট পার্কারের শিষ্যদের। কিন্তু ক্র্যাভেন কোটেজের ম্যাচে লন্ডনের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে দেয় বার্নলি। এই হারে শেফিল্ড এবং ওয়েস্ট ব্রমের সঙ্গে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়াটাও নিশ্চিত হয়ে গেছে ফুলহামের। এএফপি