kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

তবু দামি বার্সেলোনা

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেনায় জর্জরিত বার্সেলোনা। গত জানুয়ারিতে ‘এল মুন্দো’ জানিয়েছিল, বার্সার ঋণ ১.২ বিলিয়ন ডলার। করোনায় দর্শকহীন মাঠে খেলা আর চ্যাম্পিয়নস লিগ ব্যর্থতায় আয় আরো কমারই কথা কাতালানদের। এর পরও ফোর্বসের হিসাবে এখনো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব বার্সেলোনা। সব খেলার ক্লাব মিলিয়ে তাদের অবস্থান চার নম্বরে। এনএফএলের ডালাস কাউবয়েজ রয়েছে শীর্ষে। তাদের মূল্য ৫.৭ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় কাউবয়েজের দাম বেড়েছে ৩.৬ শতাংশ। আর সম্মিলিতভাবে ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বিশ্বের সেরা ৫০ দামি ক্লাবের।

সেরা ৫০ ক্লাবের মধ্যে এনএফএলের রয়েছে ২৬টি। বাস্কেটবলের ৯, ফুটবলের ৯ আর বেসবলের ক্লাব ছয়টি। মেজর লিগ বেসবলের ক্লাব নিউইয়র্ক ইয়াঙ্কিসের মূল্য দ্বিতীয় সর্বোচ্চ ৫.২৫ বিলিয়ন ডলার। ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের নিউইয়র্ক নিকসের মূল্য তৃতীয় সর্বোচ্চ ৫ বিলিয়ন ডলার। এর পরের দুটি ক্লাব ফুটবলের। লা লিগার বার্সেলোনার ৪.৭৬ বিলিয়ন ডলার আর রিয়াল মাদ্রিদের মূল্য ৪.৭৫ বিলিয়ন ডলার। ফুটবল ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনা, রিয়ালের পরই ৪.২১৫ বিলিয়ন ডলার মূল্য বায়ার্ন মিউনিখের। ফোর্বসের হিসাবে দর্শকহীন গ্যালারিতে খেলা হলেও সেরা ২০ ফুটবল ক্লাবের মূল্য বেড়েছে ৩০ শতাংশ। ভয়ংকর এই মহামারিতে সুখবরই এটা। ইএসপিএন