kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

চ্যাম্পিয়নস লিগেও অনিশ্চিত জুভেন্টাস

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচ্যাম্পিয়নস লিগেও অনিশ্চিত জুভেন্টাস

রাজত্ব গেছে আগেই। এবার অস্তিত্ব সংকটে জুভেন্টাস। নিজেদেরই মাঠে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। এই হারে জুভেন্টাস এখন পয়েন্ট টেবিলের পাঁচে। অথচ চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে থাকতে হবে সেরা চারে।

ইতালিয়ান সংবাদমাধ্যম তাই শেষ দেখছে কোচ আন্দ্রেয়া পিয়েরলো ও ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস অধ্যায়ের। দল ইউরোপায় নেমে গেলে রোনালদো থাকবেন না নিশ্চয়ই। ‘তুতোস্পোর্ত’-এর শিরোনাম ‘বিদায় পিয়েরলো’। একই সুরে ‘কুরিয়ার দেল্লো স্পোর্ত’ লিখেছে, ‘শেষ পিয়েরলো অধ্যায়’। খোদ পিয়েরলো অবশ্য হাল ছাড়ছেন না এখনই, ‘না, আমি সরে দাঁড়াব না। কঠিন পরিস্থিতিতে উৎসাহ নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। এখনো তিনটি ম্যাচ বাকি। ম্যাচের আগে ও পরে কথা হয়েছে মালিকপক্ষের সঙ্গে। যতক্ষণ সুযোগ দেওয়া হবে কাজ চালিয়ে যাব।’

জুভেন্টাস হারলেও আতালান্তা ৫-২ গোলে বিধ্বস্ত করেছে পারমাকে। এই জয়ে তারা উঠে এসেছে দুইয়ে। সমান ৩৫ ম্যাচ শেষে ইন্টারের পয়েন্ট ৮৫, আতালান্তা ও এসি মিলানের ৭২, নাপোলির ৭০ ও জুভেন্টাসের ৬৯। রোনালদোরা শেষ তিন ম্যাচ খেলবেন সাসুউলো, ইন্টার মিলান ও বোলোনিয়ার বিপক্ষে। ১১ বছর পর শিরোপা জেতা ইন্টারকে হারাতে না পারলে হয়তো ইউরোপাই ঠিকানা হবে জুভেন্টাসের?

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপা হারাতে চলেছে পিএসজি। ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে রেঁনের সঙ্গে ১-১ গোলে ড্র করে মরিসিও পচেত্তিনোর দল। পেনাল্টি থেকে পিএসজির একমাত্র গোলটি নেইমারের। ইএসপিএন