kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

এবার ১০ শিরোপায় চোখ বায়ার্নের

এখানেই থামতে চান না ক্লাব কিংবদন্তি ও নতুন প্রধান নির্বাহী অলিভার কান, ‘লিপজিগের হারটা আমরা দেখেছি। চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামাটা অসাধারণ। অর্জনটাও ঐতিহাসিক। কোনো দল যা করতে পারেনি আগামী মৌসুমে সেটাই করতে চাই। বুন্দেসলিগা জিততে চাই টানা দশমবার।’

১০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার ১০ শিরোপায় চোখ বায়ার্নের

উদযাপনটা হলো গোল উৎসবে। মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখের টানা নবম বুন্দেসলিগা। বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়া সেই উপলক্ষটা স্মরণীয় করেছে তারা। মর্যাদার পাঁচ লিগে জুভেন্টাস ছাড়া এই কীর্তি নেই আর কারো। তবে এখানেই থামতে চান না ক্লাব কিংবদন্তি ও নতুন প্রধান নির্বাহী অলিভার কান, ‘লিপজিগের হারটা আমরা দেখেছি। চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামাটা অসাধারণ। অর্জনটাও ঐতিহাসিক। কোনো দল যা করতে পারেনি আগামী মৌসুমে সেটাই করতে চাই। বুন্দেসলিগা জিততে চাই টানা দশমবার।’ ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৪ আর দুইয়ে থাকা লিপজিগের ৬৪। ম্যাচ বাকি আছে দুটি করে।

বায়ার্নের এমন সাফল্যের অন্যতম কারিগর রবার্ত লেভানদোস্কি। এই ‘গোল মেশিন’ গত মৌসুমে করেছিলেন ৫৫ গোল, যার ৩৪টি বুন্দেসলিগায়। এবার লিগেই করেছেন ৩৯ গোল। পরশু ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে ছিল চোখ-জুড়ানো হ্যাটট্রিক। গোল তিনটি ২, ৩৪ ও ৬৬ মিনিটে। বাকি গোল তিনটি টমাস মুলার, কিংসলে কোমান ও লিরয় সানের। বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের কীর্তি জার্ড মুলারের। শেষ দুই ম্যাচে লেভানদোস্কি সেটা পারবেন বলেই বিশ্বাস কোচ হান্সি ফ্লিকের, ‘জার্ড মুলার আমার আদর্শ ছিলেন। তরুণ বয়সে মুলারকে যেমন দেখেছি, এখন লেভানদোস্কি ঠিক সেরকমই। রেকর্ডটা ভাঙার যোগ্য দাবিদার হবে সে।’ বুন্দেসলিগা শিরোপাটা ফ্লিকের বিদায়ি উপহার। এ জন্য গর্বিত তিনি, ‘ধারাবাহিক এমন সাফল্য গর্বের।’ খুশি রবার্ত লেভানদোস্কিও, ‘মাঠে দেখাতে চেয়েছিলাম আমরাই জার্মান চ্যাম্পিয়ন। সেটা পেরেছি। মুলারের রেকর্ডের খুব কাছে আমি। বাকিটা দেখা যাক।’

বায়ার্নে বেড়ে ওঠা টমাস মুলার ক্লাব ছেড়ে যাননি আর। টানা ৯ শিরোপা তাঁর কাছে পাগলামি, ‘টানা ৯ বুন্দেসলিগা, পাগলামি ছাড়া আর কী বলা যায়? প্রতিবারই ছিলাম আমি, এ জন্য কৃতজ্ঞ সবার প্রতি।’ সব মিলিয়ে মুলার জিতেছেন দশম বুন্দেসলিগা। তাঁর প্রথম শিরোপা ২০০৯-১০ মৌসুমে। মুলারের মতো দশম বুন্দেসলিগা ডেভিড আলাবারও। আগামী মৌসুমে ক্লাব ছাড়তে চলা এই ডিফেন্ডারের সন্তুষ্টি, ‘ক্লাব কতটা উন্নতি করেছে এমন সাফল্যই প্রমাণ করে সেটা।’ আগামী মৌসুমে বায়ার্নের কোচের দায়িত্ব নেবেন ইউলিয়ান নাগেলসমান। তিনিও শুভেচ্ছা জানাতে ভোলেননি বায়ার্নকে, ‘এর দাবিদারই ছিল বায়ার্ন।’ এএফপি