kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

পিএসজিতেই নেইমার

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিএসজিতেই নেইমার

লিওনেল মেসির সঙ্গে আবারও খেলতে মুখিয়ে ছিলেন নেইমার। সেই স্বপ্নটা হয়তো বার্সেলোনায় আর পূরণ হচ্ছে না। প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গেই থাকছেন তিনি ২০২৫ সাল পর্যন্ত। প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা এসেছে কালই।

২০১৭-তে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের চুক্তিটা ছিল ২০২২ পর্যন্তই। এর মধ্যেই গুঞ্জন জোরালো হয় যে তিনি আবার বার্সেলোনাতেই ফিরতে যাচ্ছেন। কিন্তু পরশু রাতেই ফরাসি গণমাধ্যম লে’কিপ নিশ্চিত করে—তেমনটি আর হচ্ছে না, পিএসজিতেই নতুন চুক্তি করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। কাল ক্লাব থেকেও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেটি নিশ্চিত করা হয়েছে। যেখানে নেইমার বলেছেন, ‘পিএসজিতে আমার অভিযানটা চালিয়ে যেতে চাই। এখানে আমি সুখেই আছি। দারুণ সব সতীর্থ এবং কোচ পেয়েছি। পিএসজির ইতিহাসের অংশ হয়েই থাকতে চাই।’ ফরাসি ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপার পেছনে ধাওয়া করছেন নেইমার। গত মৌসুমে ফাইনালে উঠেও খালি হাতে ফিরেছেন, এবার থামতে হয়েছে সেমিফাইনালেই। এএফপি