kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

শাস্তির মুখে আবারও বিদ্রোহ

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলেও শাস্তি এড়াতে পারল না ৯ ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল, টটেনহাম, অ্যাতলেতিকো মাদ্রিদ, ইন্টার ও এসি মিলান—মুচলেকা দিয়েই পুরনো অবস্থায় ফেরার অঙ্গীকারনামা ‘ক্লাব কমিটমেন্ট ডিক্লারেশন’-এ স্বাক্ষর করেছে পরশু। তবে ‘বিগ থ্রি’ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো ঘোষণা দেয়নি সুপার লিগ থেকে সরে আসার। বরং শাস্তির মুখে গতকাল উয়েফাকে হুমকি দিয়ে নতুন করে বিদ্রোহই ঘোষণা করেছে তারা।

ভুলের মাসুল হিসেবে ৯ ক্লাবকে শাস্তি দিয়েছে উয়েফা। সম্মিলিতভাবে তাদের উয়েফায় অনুদান দিতে হবে দেড় কোটি ইউরো।  পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা থেকে এক মৌসুমে আয়ের ৫ শতাংশ জরিমানাও গুনতে হবে। আগামীতে ফিফা বা উয়েফার অনুমোদনহীন কোনো টুর্নামেন্টে খেলতে গেলে জরিমানা দিতে হবে ১০ কোটি ইউরো। আর উয়েফার কোনো ধারা না মানলে দিতে হবে পাঁচ কোটি ইউরো। এই শর্তগুলো মেনে নিয়েই উয়েফায় ফিরে এসেছে ৯টি ক্লাব।

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস সুপার লিগ থেকে সরে না আসায় তাদের শাস্তির কী হবে? পুরোটা খোলাসা না করলেও কড়া কিছুর ইঙ্গিত উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দার সেফরিনের বিবৃতিতে, ‘তথাকথিত সুপার লিগে যুক্ত থাকা ক্লাবগুলোর বিপক্ষে উয়েফা পরবর্তী সময়ে ব্যবস্থা নেবে।’

সেফরিনের এমন বিবৃতি মানতে পারেনি বিদ্রোহী তিন ক্লাব। যৌথভাবে তারা বিবৃতি দিয়েছে, ‘প্রতিষ্ঠাতা সদস্যরা অনেক ভুগেছে। এখনো ভুগে চলেছে। বড় এই প্রকল্প বানচালে তৃতীয় পক্ষের অগ্রহণযোগ্য চাপ, হুমকি আর অপরাধ অব্যাহত আছে। আইনত এটা সহ্য করা হবে না। সুপার লিগ নিয়ে ফিফা-উয়েফাকে নাক না গলাতে এরই মধ্যে আদেশ দিয়েছেন একটি আদালত।’

গতকাল স্প্যানিশ রেডিও কাদেনা কোপেকে উদ্ধৃত করে স্প্যানিশ দৈনিক স্পোর্ত লিখেছে, ‘দুই বছর ইউরোপিয়ান টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে রিয়াল, বার্সা ও জুভেন্টাসকে।’ সত্যিই বাদ দেওয়া হলে ক্ষতির অঙ্কটা আরো বাড়বে রিয়াল ও বার্সার। স্পেনে খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা ‘মুভিস্টারও’ বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে বসবে তাদের কাছে। তবে চুপ করে থাকার মানুষ নন পেরেজ। নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, শাস্তি পেলে সুপার লিগ থেকে বেরিয়ে যাওয়া ৯ ক্লাবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। উয়েফা