kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

ভারতে আটকে হকি কোচ

ক্রীড়া প্রতিবেদক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাতিয়ালায় ডিপ্লোমা কোর্স শেষে দেশে ফিরতে পারছেন না জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান। প্রিমিয়ার লিগে সর্বশেষ মোহামেডানকে চ্যাম্পিয়ন করানো এই কোচ গত ১৩ এপ্রিল  পাঞ্জাবের পাতিয়ালায় কোচেস কোর্স করতে যান। সেটি শেষ হয় ২ মে। কিন্তু এর মাঝেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় দুই দেশের যোগাযোগ।

যদিও বিশেষ অনুমোদন নিয়ে অনেকেই এরই মধ্যে দেশে ফিরেছেন এবং ১৪ দিনের কোয়ারেন্টিন করছেন। মওদুদুর সেই কোয়ারেন্টিনের নিয়ম মানতে তৈরি থাকলেও বাংলাদেশে ঢোকার অনুমতিই এখনো পাচ্ছেন না। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেও ইতিবাচক কোনো সাড়া পাচ্ছেন না। তাই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এই কোচ। অবশ্য এর মধ্যে তাঁর প্রতিষ্ঠান বিকেএসপিকে পুরো বিষয়টি জানিয়েছেন তিনি। এখন অপেক্ষায় আছেন জটিলতা দূর হওয়ার। লকডাউনের মাঝেই গত পরশু আইপিএল খেলে দেশে ফিরেছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুজনই এখন কোয়ারেন্টিনে আছেন। এর আগে কলকাতায় অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার নাবিব নেওয়াজ। তিনিও এখনো আছেন কোয়ারেন্টিনে।সাতদিনের সেরা