kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

যত বেশি সম্ভব পয়েন্টের চাহিদা

ক্রীড়া প্রতিবেদক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেযত বেশি সম্ভব পয়েন্টের চাহিদা

নিউজিল্যান্ড সফরে অন্তত একটি ওয়ানডে জেতার আকুতি ছিল। তবে সেটি শুধুই এত দিন সেখানে জয় অধরা থেকে গেছে বলে নয়, চিন্তায় ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ক্ষেত্রে পয়েন্ট কিছুটা বাড়িয়ে রাখার ব্যাপারও। কিন্তু নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এবার দেশের মাটিতে যখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দরজায় কড়া নাড়ছে, তখন সম্ভব সর্বোচ্চ পয়েন্টই তুলে নেওয়ার ভাবনা। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন জানালেন সে ভাবনার কথাই।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে অবশ্য দারুণ সূচনাই করেছিল বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হারিয়ে সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্টই জমা করা তামিম ইকবালের দলের একেবারেই বিপরীত অভিজ্ঞতা হয় নিউজিল্যান্ডে গিয়ে। এবার লঙ্কানদের বিপক্ষে খেলা নিজেদের চেনা আঙিনায়। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানেই সিরিজ সামনে রেখে চলছে অনুশীলনও। তাতে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলে ফেরা দলের কেউ অবশ্য এখনো যোগ দেননি। তাঁদের তিন দিনের হোম কোয়ারেন্টিনের গতকাল ছিল শেষ দিন। আজ থেকে তাঁদেরও অনুশীলনে যোগ দেওয়ার কথা। এত দিন ২০ জনের প্রাথমিক দলের যাঁরা দেশে ছিলেন, তাঁরাই অনুশীলন করেছেন হোম অব ক্রিকেটে। এঁদের অন্যতম সাইফউদ্দিন সরাসরি বিশ্বকাপ খেলার পথে এগিয়ে থাকতে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যের কথাই বললেন, ‘নিউজিল্যান্ড সিরিজে আমরা প্রত্যাশামতো পারফরম করতে পারিনি। হোয়াইটওয়াশ হয়েছি। এটি সত্যিই খুব হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব সিরিজ জেতার জন্য। কিছুদিন আগে আমরা টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরেছি। এই সিরিজটি আমাদের জন্য তাই বাড়তি চ্যালেঞ্জও। আমরা যেন নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ জিততে পারি। আইসিসি সুপার লিগে পয়েন্টের একটি ব্যাপারও আছে। চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য।’

এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পাঁচ নম্বরে। লঙ্কানদের ২-১-এ সিরিজ হারালেও অবস্থান মজবুত হবে আরো। যদিও ক্যারিবীয়দের বিপক্ষে সেই সিরিজ জয়ের পর সব ফরম্যাট মিলিয়ে ১০ ম্যাচ খেলে একটিও জয় নেই বাংলাদেশের। জয় এবং পয়েন্ট মিলেমিশে তাই সাফল্যের চাহিদাটা এখন আরো বেশি, ‘এই সিরিজটি ভালো খেলা আমাদের খুব প্রয়োজন। আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, অবশ্যই শতভাগ দিয়ে আমাদের সবাই চেষ্টা করব, যেন আমরা দল হিসেবে সিরিজ জিততে পারি এবং পয়েন্টও অর্জন করতে পারি।’সাতদিনের সেরা