kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

ফিরেই হোটেলবন্দি সাকিব-মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক    

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফিরেই হোটেলবন্দি সাকিব-মুস্তাফিজ

চার্টার্ড ফ্লাইট গতকাল বিকেল সাড়ে ৩টায় ঢাকায় নিয়ে এসেছে সাকিব-মুস্তাফিজকে।

ভারতের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ বলে আইপিএল স্থগিত হওয়ার পর বিশেষ ব্যবস্থায়ই দেশে ফিরতে হতো তাঁদের দুজনকে। অবশ্য ‘তিনজন’ বলাই ভালো। কারণ রাজস্থান রয়ালসের হয়ে আইপিএল খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানের সঙ্গী হয়েছিলেন তাঁর স্ত্রীও। এই বাঁহাতি পেসারের ফ্র্যাঞ্চাইজি এবং সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স যৌথভাবে তাঁদের দেশে ফেরত পাঠানোর বিশেষ ব্যবস্থাও করেছে। চার্টার্ড ফ্লাইট গতকাল বিকেল সাড়ে ৩টায় ঢাকায় নিয়ে এসেছে তাঁদের।

ঢাকায় নেমেই তাঁরা চলে গেছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। ১৪ দিনের কোয়ারেন্টিন করতে সাকিব উঠেছেন গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে আর স্ত্রীকে নিয়ে মুস্তাফিজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিন তিনেক আগেই শেষ হওয়ার কথা তাঁদের কোয়ারেন্টিন। কাজেই অনুশীলনও করতে পারার কথা। কোয়ারেন্টিনের ক্ষেত্রে তাঁদের ছাড় পাওয়ার সম্ভাবনা যে কম, সেটিও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আসলে ভারত থেকে এসেছে বলেই সবাই ভীত। আমরাও ভীত। কারণ ভারতে করোনার এবারের ধরনটি নাকি বেশ বিপজ্জনকই।’সাতদিনের সেরা