kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

শ্রীলঙ্কা সিরিজে নেই গিবসন

ক্রীড়া প্রতিবেদক   

৬ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশ্রীলঙ্কা সিরিজে নেই গিবসন

ছুটিতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা ছিল জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুকেরও। কিন্তু সেখান থেকে ফিরতে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক বলে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলের সঙ্গেই ঢাকায় ফিরেছেন তাঁরা। তবে ফেরেননি ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন। শ্রীলঙ্কা থেকেই ছুটিতে তিনি উড়ে গেছেন ইংল্যান্ডে। তিনি থিতু হয়েছেন সেখানেই। তাই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় এই ক্যারিবীয়কে পাচ্ছে না বাংলাদেশ।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন তেমনই, ‘হ্যাঁ, শ্রীলঙ্কা সিরিজের সময় আমরা ওটিস গিবসনকে পাচ্ছি না। উনি ছুটিতে গিয়েছেন।’ তবে এখন ভীষণ ব্যস্ত সূচি বাংলাদেশের। জুনেই জিম্বাবুয়ে সফরে যাওয়া নির্ধারিত হয়ে আছে। সেখানে দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টির সিরিজও খেলার কথা আছে। সেই সিরিজ সামনে রেখেই গিবসন আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন আকরাম, ‘সামনেই জিম্বাবুয়ে সফর আমাদের। আশা করছি, ওই সিরিজের আগেই কাজে যোগ দেবেন গিবসন।’