kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

প্রয়োজনে আগে ফিরবেন সাকিব-মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রয়োজনে আগে ফিরবেন সাকিব-মুস্তাফিজ

ব্যাপারটি শুধু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নয়। আজ শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের সঙ্গী না হয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো ফিরে যাচ্ছেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকায়। এই মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে হোম সিরিজের আগে করোনার অত্যন্ত ঝুঁকিপ্রবণ দেশ থেকেই ফিরবেন তিনি। আবার শ্রীলঙ্কার সঙ্গে টিভি সম্প্রচার সংস্থার কর্মীদের ক্ষেত্রেও কোয়ারেন্টিন নীতিমালা কী হবে, সেটিও জানার আছে। এসব বিষয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের কাছে নির্দেশনা চেয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

দেশে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ১৯ মে ভারত থেকে দেশের ফেরার কথা আছে সাকিব-মুস্তাফিজের। এই মুহূর্তে করোনায় নাকাল দেশটি। সেই সময়ে ফিরলে তাঁদের তিন দিনের কোয়ারেন্টিন করলেই হবে নাকি নিয়মানুযায়ী ১৪ দিনের করতে হবে, সেটিই স্বাস্থ্য অধিদফতরের কাছে জানতে চেয়েছে বিসিবি। নিজাম উদ্দিন বলছিলেন, ‘যদি তিন দিনের কোয়ারেন্টিন করতে হয়, তাহলে আগে থেকে ঠিক থাকা সূচি অনুযায়ীই সাকিব-মুস্তাফিজ দেশে ফিরবে। তবে যদি ১৪ দিনের লাগে, তাহলে আগেভাগেই ওদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।’ তবে এই মুহূর্তে ভারতের সঙ্গেও ফ্লাইট যোগাযোগ বন্ধ। সে ক্ষেত্রে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। তবে সাকিব-মুস্তাফিজ এবং জাতীয় দলের সদস্যদের ক্ষেত্রে অন্য বিবেচনায় ছাড় পাওয়ার আশাও দেখছে বিসিবি, ‘ওরা তো বায়ো বাবলের মধ্যেই ছিল। ফিরে এসেই আবার দ্রুততম সময়ের মধ্যে আরেক বায়ো বাবলে ঢুকে পড়বে। এ বিষয়টিও আমরা সরকারকে জানিয়েছি।’ কিন্তু বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ও যে নিরাপদ নয়, সেটি ইতিমধ্যেই সাকিবের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত। যে কারণে আহমেদাবাদে গতকাল নির্ধারিত কেকেআর-রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি বাতিলও করেছে আইপিএল কর্তৃপক্ষ।সাতদিনের সেরা