kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

খেললেই নিষিদ্ধ

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেখেললেই নিষিদ্ধ

কল্পনা করুন বিশ্বকাপ হচ্ছে অথচ খেলতে পারছেন না লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোরা! ইনজুরি নয় ফিফার শাস্তিতেই এমন পরিণতি? ইউরোপিয়ান সুপার লিগে খেললে এমন শাস্তির হুমকিই এক বিবৃতিতে দিয়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলেও প্রত্যাশা ফিফার, ‘ফিফা সব সময় ফুটবলবিশ্বের ঐক্যে বিশ্বাসী। ফিফা আশা করে বিতর্কে ব্যস্ত সব পক্ষই নিজেদের শান্ত রেখে ফুটবলবিশ্বের মঙ্গল ও ঐক্যের জন্য ভারসাম্যপূর্ণ আলোচনায় অংশ নেবে।’

উয়েফা কোনোভাবে মানতে পারছে না সুপার লিগের পরিকল্পনা। কারণ সে ক্ষেত্রে গুরুত্ব হারাবে চ্যাম্পিয়নস লিগ। এ জন্য সংস্থাটির কঠোর বিবৃতি, ‘আমরা ঐক্যবদ্ধভাবে এই অশুভ উদ্যোগ প্রতিহত করব। এমন একটা সময় ইউরোপীয় ফুটবলে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, যখন আমাদের নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বেশি প্রয়োজন।’ উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দার সেরফিনের ক্ষোভ, ‘এই লিগ ফুটবলভক্তদের মুখে থুতু ছিটানোর মতো। এমন প্রকল্পের বিপক্ষে ঐক্যবদ্ধ আমরা।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এ পরিকল্পনার বিপক্ষে বলে জানানো হয়েছে প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে, ‘ফ্রান্সের কোনো ক্লাবের জড়িয়ে না পড়ার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়।’

এই লিগে খেললে ক্লাবগুলোকে লিগে নিষিদ্ধ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে লা লিগা, প্রিমিয়ার লিগ ও সিরি ‘এ’ কর্তৃপক্ষও। তবে আপাতত চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল খেলতে রিয়াল, চেলসি, ম্যানসিটির বাধা নেই বলে নিশ্চিত করেছে উয়েফা। মার্কা