kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

ফ্লিক অধ্যায়ের সমাপ্তি

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লিক অধ্যায়ের সমাপ্তি

এক মৌসুমে জেতা সম্ভব এমন ছয়টি শিরোপাই বায়ার্ন মিউনিখ জিতেছে হানসি ফ্লিকের হাত ধরে। এবারও বুন্দেসলিগা জেতাটা সময়ের অপেক্ষা। এমন সময়েই কিনা বায়ার্নের সঙ্গে ১৮ মাসের সম্পর্ক শেষের ঘোষণাটা দিলেন এই জার্মান কোচ, ‘খেলোয়াড়দের জানিয়ে দিয়েছি, এই মৌসুম শেষে ক্লাব ছাড়তে যাচ্ছি। কর্তাদের গত সপ্তাহে এটা জানিয়ে দিয়েছি, যা ছিল কষ্টের।’ দলবদলে ক্লাব কর্তাদের সঙ্গে মতের মিল হচ্ছিল না ফ্লিকের। তা ছাড়া ইওয়াখিম ল্যোভ দায়িত্ব ছাড়ায় জার্মানির পরবর্তী কোচ হিসেবেও ভাবা হচ্ছে তাঁর নাম। এএফপি