kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

ফিরে গেলেন সেই পাঁচ নারী ক্রিকেটার

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : দলের সবার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তাঁদেরও। কিন্তু আগের দিন সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ঢাকায় আসতে না আসতেই দলছুট হয়ে যেতে হয় দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী ক্রিকেট দলের পাঁচ ক্রিকেটারকে। করোনা পরীক্ষায় যে পজিটিভ হয়েছিলেন তাঁরা। তাই অন্যরা গতকাল ভোরের ফ্লাইটে ঢাকা ছাড়লেও তাঁদের চলে যেতে হয় আইসোলেশনে। তবে ঢাকার এক হোটেলে তাঁদের দুঃসহ সময়টি লম্বা হয়নি একদমই। দ্রুত আবার করোনা পরীক্ষা করানো হয় তাঁদের। ফল নেগেটিভ আসায় গতকাল সন্ধ্যার ফ্লাইটেই দেশের পথে উড়েছেন ওই পাঁচজন।

তাঁদের ‘ফলস পজিটিভ’ হওয়ার খবর বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও (সিএসএ)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরীও তাঁদের ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমরা ওদের আরেকটি পরীক্ষা করিয়ে ফল নেগেটিভ পেয়েছি। ওরা সন্ধ্যা সোয়া ৬টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে চলে গেছে।’ অবশ্য ‘ফলস পজিটিভ’ হওয়ার কারণে বাংলাদেশে এসে দুর্ভোগে পড়া প্রথম ক্রিকেটার তাঁরাই নন। গত মাসে সফরকারী আয়ারল্যান্ড উলফস দলের রুহান প্রিটোরিয়াসের করোনা পরীক্ষার ফল পেতে পেতে শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ওয়ানডে। ফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গে ম্যাচ বাতিল হওয়ার আগে একটি উইকেটও নিয়েছিলেন তিনি। আইসোলেশনে চলে যাওয়া প্রিটোরিয়াস পরের পরীক্ষায় নেগেটিভই শুধু হননি, সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেন করে খেলেছিলেন ৯০ রানের ইনিংসও। প্রোটিয়া নারীদের অবশ্য সিরিজই শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশে ১৪ এপ্রিল থেকে লকডাউনের সময় আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ থাকবে বলে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি বাতিল করে তাদের আগেভাগে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।সাতদিনের সেরা