kalerkantho

রবিবার । ২৬ বৈশাখ ১৪২৮। ৯ মে ২০২১। ২৬ রমজান ১৪৪২

১০৯ বছর বয়সে...

১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০৯ বছর বয়সে...

এমনিতেই ইতিহাস বনে যাওয়ার কথা কাগওয়া শিগেকোর। দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন। স্প্যানিশ ফ্লু, কলেরা মহামারির পর দেখছেন করোনার ভয়ংকর তাণ্ডব। ফুটবল বিশ্বকাপের জন্ম যেমন দেখেছেন, তেমনি বিশ্বযুদ্ধের জন্য থমকে যেতে দেখেছেন অলিম্পিককেও। এবার টোকিও অলিম্পিকের মশাল হাতে নিয়ে নতুন ইতিহাস গড়লেন এই জাপানি। জাপানের নারা প্রিফেকচারে তিনি মশালটি হাতে নিয়েছেন ১০৯ বছর বয়সে। এরপর হুইলচেয়ারে যোগ দেন শোভাযাত্রায়। এত বেশি বয়সে অলিম্পিক মশাল হাতে নেননি আর কেউই। এত দিন রেকর্ডটা ছিল রিও অলিম্পিকে ১০৬ বছরের ‘দাদি’ আইদা মেন্দেসের। পরশু সেটা নিজের করে নিলেন আরেক ‘দাদি’ কাগওয়া। তাঁর রেকর্ডটাও খুব বেশি দিন টিকবে না। ১২ মে মশালযাত্রায় অংশ নেওয়ার কথা বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ কানে তানাকার। ১১৭ বছরের তানাকা মশাল হাতে নিলেই ভাঙবে কাগওয়ার কীর্তি। নিক্কন স্পোর্টসসাতদিনের সেরা