kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

প্রস্তুত নাদাল

১২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রস্তুত নাদাল

রোলাঁ গারোর মতো মন্তে কার্লোতেও নিরঙ্কুশ রাজত্ব রাফায়েল নাদালের। এই ক্লে কোর্ট আসরে আরেকবার ট্রফি জিতে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি শুরু করতে চান তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর কোর্টে না নামলেও এখন শারীরিকভাবে খুব ভালো আছেন বলেই জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড তারকা, ‘এই মুহূর্তে আমার শরীর খুব ভালো অবস্থায় আছে। আমি খুশি।’ এএফপি