kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

চেন্নাইকে হারাল দিল্লি

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শুরুটা ভালো না হলেও সুরেশ রায়নার ফিফটিতে ১৮৮ রানের বড় স্কোরই গড়েছে চেন্নাই সুপার কিংস। ওই রান নিয়েও অবশ্য জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। শিখর ধাওয়ানের ৮৫ এবং পৃথিবী শ্বর ৭২ রানে  চেন্নাইকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।

মুম্বাইয়ের ম্যাচে নিজের প্রথম ওভারে ফাফ দু প্লেসিসকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন আভেশ খান। পরের ওভারে আউট রুতুরাজ গায়কোয়াডও। রায়না-মঈনের হাফসেঞ্চুরির জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠার পর কুরান ও জাদেজার ব্যাট দুই শর কাছাকাছি নিয়ে যায় সিএসকের স্কোর। জবাবে চেন্নাইয়ের ১৮৮ রান ৮ বল বাকি থাকতে টপকে যায় দিল্লি। ক্রিকইনফোসাতদিনের সেরা