kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

ইরান গেলেন তিন অ্যাথলেট

ক্রীড়া প্রতিবেদক   

১০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশ গেমসের পরপরই ইরানে একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন তিন অ্যাথলেট। গেমসের দ্রুততম মানব ও লং জাম্পে সোনা জেতা মোহাম্মদ ইসমাইল, লং জাম্পে রুপাজয়ী  আল আমিন এবং হাই জাম্পার মাহফুজুর রহমান অংশ নেবেন ইরানের ইমাম রেজা কাপে। আগামীকাল থেকে ইরানের মাসাদ শহরে হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ দলের তালিকায় ছিলেন ৪০০ মিটার স্প্রিন্টের দেশসেরা জহির রায়হানও, কিন্তু করোনায় আক্রান্ত হয়ে এবারের বাংলাদেশ গেমসেই খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ছিটকে গেছেন ইরানগামী দল থেকেও। ইসমাইলের সে আসরে শুধু ১০০ মিটারেই অংশ নেওয়ার কথা ছিল। গেমসে লং জাম্পেও সোনা জেতার পর ফেডারেশন থেকেই উদ্যোগী হয়ে তাঁর নাম দেওয়া হয়েছে সেই ইভেন্টেও। আল আমিন লং জাম্পের সিনিয়র খেলোয়াড়। এবারের বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ জিতলেও গত জানুয়ারিতেও হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা ছিল তাঁর। মাহফুজুর রহমান গত এসএ গেমসে রুপা জিতেছেন হাই জাম্পে। ২.১৬ মিটার লাফিয়েছিলেন তিনি সে আসরে। বাংলাদেশ গেমসে অবশ্য মাত্র ২.০৫ মিটার লাফিয়েই তিনি সোনা জিতেছেন। ইরানে দলের সঙ্গে কোনো কোচ নয়, একজন কর্মকর্তা যাচ্ছেন শুধু।