kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

নতুন চুক্তি করেই নেপাল যাচ্ছেন জামাল

২১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনতুন চুক্তি করেই নেপাল যাচ্ছেন জামাল

ক্রীড়া প্রতিবেদক : নেপাল যাওয়ার আগে জামাল ভূঁইয়া আগামী মৌসুমের জন্য চুক্তি সেরে নিয়েছে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে। কলকাতা মোহামেডানে খেলে আসা বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন, ‘সাইফের সঙ্গে আমার নতুন চুক্তি হয়েছে। জাতীয় দলে খেলে আসার পর লিগের দ্বিতীয় লেগ এবং পরের মৌসুমেও সাইফে খেলব।’

তিনি এই মৌসুমের অর্ধেক কাটিয়েছেন কলকাতা মোহামেডানের জার্সি গায়ে। কয়েকটি ম্যাচ খেলেই আবার জাতীয় দলের ডাকে ঢাকায় এসেছেন। আগামীকাল নেপালে যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। এর মধ্যে তিনি নতুন চুক্তি সেরেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। ‘জামাল কলকাতায় মোহামেডানের হয়ে খারাপ খেলেনি। ওখানে গেলেও সে আসলে আমাদেরই ফুটবলার, আগামী মৌসুমের জন্য ওর সঙ্গে চুক্তি করেছি আমরা। মাসে সাড়ে পাঁচ লাখ টাকা করে বেতন। মৌসুমের যত মাস হবে, তত মাসের বেতন পাবে সে’—বলেছেন সাইফের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। ডেনমার্কপ্রবাসী এই বাংলাদেশি ফুটবলারকে ঘিরে ভিন্ন পরিকল্পনাও আছে সাইফের। ‘আমার দলটি তরুণদের নিয়ে গড়া। আমি চাই তরুণরা জামালের কাছ থেকে শৃঙ্খলা ও অফ দ্য ফিল্ডের আচরণ শিখুক। আমাদের তরুণ দলটির নেতা বলতে পারেন জামালকে’—জানিয়েছেন নাসির। ওদিকে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে আশাবাদী জামাল, ‘আমরা সবাই খেলার মধ্যে আছি, পারফরম্যান্স ভালো হওয়ার কথা। তবে নিজেদের মাঠে নেপাল ভালো দল এবং কিরগিজস্তান অলিম্পিক দল সম্পর্কে তেমন ধারণা নেই।’সাতদিনের সেরা