ইতালিয়ান সিরি ‘এ’র শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানের পিছু হাঁটছে এসি মিলানও। পরশু হেলাস ভেরোনার মাঠে তাদের জয় ২-০ গোলে। ২৬ ম্যাচে মিলানের পয়েন্ট ৫৬ আর ২৭ ম্যাচে শীর্ষে থাকা ইন্টারের অর্জন ৫৯। ইংল্যান্ডে ডার্বিতে ম্যানসিটিকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। ক্রিস্টাল প্যালসকে ৪-১-এ হারিয়েছে টটেনহাম। এএফপি
মন্তব্য