ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা কিংসের সঙ্গে প্রিমিয়ার লিগের আরেক দল শেখ রাসেল নাম লিখিছে এবার মেয়েদের ফুটবল লিগে। গতবার সাত দল নিয়ে লিগ হয়েছে, এবার ১০ দলের লিগ। কিংসসহ গতবারের চারটি দল থাকছে। অন্য তিনটি হলো নাসরিন স্পোর্টিং, জামালপুর কাচারীপাড়া একাদশ ও কুমিল্লা ইউনাইটেড। বাফুফে থেকে জানানো হয়েছে সব মিলিয়ে ১৬টি ক্লাব এবার আগ্রহ দেখিয়েছিল, তাতে ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ সাপেক্ষে ১০টি দলকে তারা সুযোগ দিচ্ছে। নতুন অন্য দলগুলো হলো আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব ও বাফুফে অনূর্ধ্ব-১৭।
মন্তব্য