kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

জুভেন্টাস-পিএসজির জয়

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজুভেন্টাস-পিএসজির জয়

বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়ানো জয় পিএসজির। ফ্রেঞ্চ কাপে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ব্রেস্তকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। তাতে পেয়েছে শেষ ষোলোর টিকিটও।

এদিকে সিরি ‘এ’তে শিরোপা দৌড়ে ফিরে এসেছে জুভেন্টাস। পরশু আন্দ্রেয়া পিয়েরলোর দল ৩-১ গোলে হারায় লািসওকে। জোড়া গোল আলভারো মোরাতার। অপর গোলটি আদ্রিয়ান র‌্যাবিওর। ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোরা এখন তিন নম্বরে। সমান ম্যাচে দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৫৩। আর ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে লিস্টার সিটি। পরশু ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে তারা। ৮৬ মিনিট পর্যন্ত ১-১ সমতা ছিল ম্যাচে। ৮৭ মিনিটে ড্যানিয়েল এমেরটির গোলে স্বস্তির জয় লিস্টারের। ২৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা ম্যানইউ ৫১ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিন নম্বরে। ইএসপিএন

মন্তব্য