kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

সবার পরীক্ষা করিয়ে দ্বিতীয় ম্যাচ

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ম্যাচ শুরুই হয়নি শুধু, হয়ে গিয়েছিল ৩০ ওভারও। আইরিশ পেসার রুহান প্রিটোরিয়াসও ততক্ষণে ৪ ওভার বোলিং করে একটি উইকেট নিয়ে ফেলেছেন। এরপর তাঁর কভিড পজিটিভ হওয়ার খবর আসতেই বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলফসের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়ে যায়। দুই দলের ক্রিকেটারদের রুটিন কভিড পরীক্ষা করানো হয় বুধবার। সেটির ফল আসে গতকাল চট্টগ্রামে ম্যাচ শুরুর পর। সেটি আসামাত্রই প্রিটোরিয়াসকে নিয়ে যাওয়া হয় আইসোলেশনে। গতকালই দুই দলের সবার আবার কভিড পরীক্ষা করানোর কথা। তাতে সবাই নেগেটিভ হলে আগামীকাল নির্ধারিত সিরিজের দ্বিতীয় ম্যাচটি যথাসময়েই হবে বলে জানা গেছে।

মন্তব্য