ক্রীড়া প্রতিবেদক : টাচলাইনে চট্টগ্রাম আবাহনী ম্যানেজার আরমান আজিজকে ধাক্কা দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স। ম্যাচে প্রিন্স ও আরমান—দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ডিসিপ্লিনারি কমিটি পরে ওই ঘটনায় প্রিন্সেরই বেশি দায় দেখে তাঁর শাস্তি বাড়িয়েছেন আরো দুই ম্যাচ।
চট্টগ্রাম আবাহনী-মোহামেডানের মধ্যকার ম্যাচে তর্কে জড়িয়ে পড়েন আরমান ও মোহামেডান কোচ শন লেন। তাঁদের তর্কাতর্কির মাঝখানেই দৌড়ে এসে আরমানকে সজোরে ধাক্কা মারেন প্রিন্স। ফলে দুই ডাগআউটেই উত্তেজনা ছড়ায়। রেফারি দুজনকেই মাঠ ছাড়ার নির্দেশ দিলে আরমান প্রতিবাদ জানিয়েছিলেন সেই সিদ্ধান্তের। শেষ পর্যন্ত তিনি এক ম্যাচে ছাড় পেলেও প্রিন্স তা পাচ্ছেন না। দুজনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
মন্তব্য