মেসি, জাভি, পিকেসহ বার্সেলোনার সাবেক-বর্তমান তারকাদের দুর্নাম ছড়ানো হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ জন্য ‘আই থ্রি’ নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া করার অভিযোগ ছিল বার্সারই সাবেক সভাপতি জোসে মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে, যা অস্বীকার করে এসেছেন বার্তোমেউ। ‘বার্সাগেট’ নামে পরিচিত এই কেলেঙ্কারি নিয়ে এত দিন তদন্ত করা কাতালান পুলিশ ফোর্স ‘মোসোস দেসকাদ্রা’ গতকাল অভিযান চালায় বার্সেলোনা ক্লাবে। এরপর গ্রেপ্তার করা হয় বার্তোমেউকে। গ্রেপ্তার হন সাবেক মহাব্যবস্থাপক অস্কার গ্রাউ আর আইনি সেবার দায়িত্বে থাকা রোমান গোমেজ পন্তিকেও। মার্কা
মন্তব্য