ক্রীড়া প্রতিবেদক : ক্যাসিনো-কাণ্ডে বিতর্কিত লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডানের নির্বাচনে মনোনয়নপত্র কিনলেও জমা দেননি। গতকাল জমা দেওয়ার শেষ দিনে ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে। তার মধ্যে সভাপতি পদে শুধু একজনই জমা দিয়েছেন। তিনি হলেন সাবেক সেনাপ্রধান (অব.) মোহাম্মদ আব্দুল মুবীন। বিগত পরিচালনা পর্ষদের সভাপতি ওবায়দুল করিম ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ মনোনয়নপত্র কিনলেও জমা দেননি। অর্থাৎ প্রত্যাহার করে না নিলে আব্দুল মুবীনের সাদা-কালোর সভাপতি হওয়া কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এ ছাড়া বাকি ১৬ পদে পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ২০টি। তবে এখনো যাচাই-বাছাই ও প্রত্যাহারের আনুষ্ঠানিকতা বাকি আছে।
মন্তব্য