kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

বুমরাহর ছুটি

২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবুমরাহর ছুটি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে বাদ পড়া জসপ্রিত বুমরাহ ফিরেছিলেন আহমেদাবাদে তৃতীয় ম্যাচে। স্পিনারদের স্বর্গে  উইকেটশূন্য এই ফাস্ট বোলার পরের ইনিংসে বলই পাননি হাতে। তবে শেষ টেস্টে বুমরাহর দলে না থাকার কারণ সেটি নয়। ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ায় তাঁকে সেটি দেওয়া হয়েছে বলেই এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই।

মন্তব্য