kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

ভয়াবহ দুর্ঘটনায় টাইগার উডস

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগাড়িটা চলছিল লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি রাস্তায়। রোলিং হিলস এস্টেট ও র‌্যাঞ্চো পালোসা ভার্দাস সীমান্তে আসতেই টাইগার উডসের গাড়িটা পড়ে ভয়াবহ দুর্ঘটনায়। বাঁক নেওয়ার সময় আচমকা ঘুরে কয়েকটি পাক খেয়ে সেটি রাস্তা থেকে পড়ে যায় খালে। দুর্ঘটনাপ্রবণ এই এলাকায় টাইগার উডসের গাড়ি খাদে পড়ার খবর পেয়ে উদ্ধারকারী দল পৌঁছায় দ্রুত। ভয়াবহ এই দুর্ঘটনার পর লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটি কার্লোস গঞ্জালেজ জানিয়েছেন, ‘তিনি অত্যন্ত ভাগ্যবান যে জীবিত আছেন। দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে টাইগারকে।’

মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর হারবার ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে অস্ত্রোপচারও হয়েছে টাইগার উডসের পায়ে। ১৫টি মেজর জয়ী এই কিংবদন্তির টুইটারে জানানো হয়েছে, টিবিয়া ও ফিবুলার হাড় ভাঙার কথা। সেই হাসপাতালের প্রধান মেডিক্যাল অফিসার আনিস মহাজনও নিশ্চিত করেছেন পায়ের নিচের অংশের ও গোড়ালির হাড় কয়েক টুকরো হওয়ার কথা, যা প্রভাব ফেলতে পারে ৪৫ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারে। টাইগার উডসের দুর্ঘটনার খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, অলিম্পিকে সর্বোচ্চ সোনাজয়ী সাঁতারু মাইকেল ফেলপস, বক্সিং কিংবদন্তি মাইক টাইসনসহ ক্রীড়াঙ্গনের তারকারা। বিবিসি

মন্তব্য