২৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তবে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৮ রানে করাচি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। ৫০ ছাড়ানো তিন ইনিংসের তিনটিই সেঞ্চুরিতে পরিণত করা ফাওয়াদ ফেরেন ১০৯ করে। ফাহিম আশরাফ করেছিলেন ৬৪। ২টি করে উইকেট কাগিসো রাবাদা ও কেশব মহারাজের। ক্রিকইনফো
মন্তব্য