kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

টেস্ট ঘিরে বড় আশা ব্ল্যাকউডের

২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : সিনিয়র ক্রিকেটারদের অনেকে নেই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুটি টেস্ট সিরিজে একটি সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটিও আছে জারমেইন ব্ল্যাকউডের। নিজের সাম্প্রতিক সাফল্য আর তরুণদের ভালো করার তাড়না দেখে আসন্ন টেস্ট সিরিজে ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন সফরকারী দলের সহ-অধিনায়ক।

ওয়ানডে স্কোয়াডের সঙ্গেই ঢাকা এসেছিল ক্যারিবীয় টেস্ট দল। নিবিড় অনুশীলনও করেছে তারা। এতে প্রস্তুতির ঘাটতি নিয়ে কোনো অনুযোগ নেই ব্ল্যাকউডের, ‘এই কয়েকটি দিন নিজের রুটিনমাফিক প্রস্তুতি নিয়েছি। গত দুটি সিরিজে ভালো করেছি। তবে সামনে টেস্ট সিরিজ। সেই নৈপুণ্য পেছনে ফেলে এই সিরিজের ফোকাস করছি। আর সবাই জানে যে বাংলাদেশের চ্যালেঞ্জটা ভিন্ন হবে। চেষ্টা করছি এই চ্যালেঞ্জটা  ভালোভাবে মোকাবেলা করার। বিশেষ করে স্পিনারদের সামলানোর উপায় খুঁজছি।’

সিনিয়র কয়েকজনের অনুপস্থিতিতে দায়িত্ব বেড়েছে ব্ল্যাকউডের। সেটি পালনেও তৈরি তিনি, ‘অবশ্যই আমি তৈরি। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। মানসিকভাবে আমি তৈরি। ইতিবাচক থাকার চেষ্টা করছি। আত্মবিশ্বাসেও ঘাটতি নেই।’

মন্তব্যসাতদিনের সেরা