ক্রীড়া প্রতিবেদক : মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেছে নেয় গত বছরের ৮ মার্চ। করোনায় পৃথিবী থমকে যাওয়ার আগে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভাটি হয়েছিল সেদিনই। এর প্রায় সাড়ে ১০ মাস পর আজ আবার সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। পরিবর্তিত বাস্তবতায় সেটি সশরীরে হচ্ছে না, হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে।
সভার আলোচ্য বিষয়ে জানাতে গিয়ে বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বলেছেন, ‘করোনার সময়ে আমরা অনেক খরচ করেছি। এর মধ্যে দেশি ও বিদেশি কোচদের চুক্তি নবায়নও হয়েছে। আর্থিক ও হয়ে যাওয়া অন্য বিষয়গুলো অনুমোদনের জন্য এই সভায় তোলা হবে। সেই সঙ্গে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান বেছে নেওয়া নিয়ে আলোচনা হবে। কথা হবে নতুন বছরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও নির্বাচকদের চুক্তি নবায়ন নিয়েও।’
মন্তব্য