kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

বিশ্বকাপ শ্যুটিং

কোটায় চোখ বাকীর

২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : গত এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অলিম্পিক কোটার আশায় গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছেন আব্দুল্লাহেল বাকী। করোনায় ২০২০-এর অলিম্পিক স্থগিত হওয়ার আগে সেটিই ছিল কোটার শেষ সুযোগ। কিন্তু করোনার পর আন্তর্জাতিক আসরগুলোর নতুন সূচিতে নিশ্চিত করা হয়েছে আগামী দিল্লি বিশ্বকাপে প্রতিটি ইভেন্টে আর একটি করে কোটার সুযোগ থাকছে। বাকী এখন শেষ এই সুযোগ কাজে লাগানোর আশায়।

গত কিছুদিনে বেশ কিছু আন্তর্জাতিক অনলাইন শ্যুটিংয়ে বাকী নিজের সেরা স্কোর ছাড়িয়ে গেছেন একাধিকবার। ৬২৩ থেকে ৬২৭ এবং সর্বশেষ এশিয়ান শ্যুটিং বাছাইয়ে ৬৩০ মেরে তিনি তাক লাগিয়েছেন। এই পারফরম্যান্স ধরে রেখে মার্চে অনুষ্ঠেয় দিল্লি বিশ্বকাপে কোটা পূরণের স্বপ্ন এখন তাঁর চোখে, ‘দিল্লি বিশ্বকাপটা হওয়ার কথা ছিল গত মে মাসে। করোনায় তা স্থগিত হয়ে যাওয়ার পর গত বছরের শেষদিকে আবার নতুন তারিখ দেয় তারা এ বছরের মার্চে। তখনই জানতে পেরেছিলাম, এই আসরে শেষ একটি কোটার সুযোগ থাকছে। নতুন করে ক্যাম্প শুরুর সেই লক্ষ্যেই পরিশ্রম করছি। এখন যে স্কোরটা হচ্ছে, যে করেই হোক এটা ধরে রাখতে হবে। তাহলে একটা সুযোগ হতেই পারে।’ দিল্লির ওই আসরের আগে আগামীকালই এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে নামছেন তিনি অনলাইনে। এশিয়ার সেরা শ্যুটারদের এই লড়াইয়েও নিজের পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জ দুটি কমনওয়েলথ গেমসে রুপা জেতা এ শ্যুটারের।

মন্তব্যসাতদিনের সেরা