ওয়াইকোম্বেকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে এভারটনের মুখোমুখি টটেনহাম। হ্যারি কেইন, সন এবং ট্যাঙ্গুই এনডোমবেলেকে বেঞ্চে বসিয়ে একাদশ গড়েন হোসে মরিনহো। কিন্তু পিছিয়ে পড়া স্পার্সকে জেতাতে মাঠে নামতে হয়েছে এই তিনজনকেই। ৮৬ মিনিটের পর তিনবার জালে বল জড়িয়ে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে স্পার্স। এএফপি
মন্তব্য