kalerkantho

বুধবার । ১৮ ফাল্গুন ১৪২৭। ৩ মার্চ ২০২১। ১৮ রজব ১৪৪২

আবার হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনিজেদের মাঠেই অসহায় শ্রীলঙ্কা। ২০১৮ সালে দ্বীপ দেশটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে জিতেছিল ইংল্যান্ড। এবারও জো রুটের দল ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল লঙ্কানদের। এক দিন হাতে রেখে গলে দ্বিতীয় টেস্টে তাদের জয় ৬ উইকেটে। শ্রীলঙ্কার ৩৮১ রানের জবাবে ইংল্যান্ড করে ৩৪৪। কিন্তু ডম বেস আর জ্যাক লিচের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় দীনেশ চান্ডিমালের দল। ১০ নম্বরে নামা লাসিথ এমবুলদেনিয়া ৪০ না করলে এক শর নিচেও গুটিয়ে যেতে পারত স্বাগতিকরা। বেস ও লিচের শিকার সমান ৪টি করে উইকেট।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল রীতিমতো। প্রথম ইনিংসে ৭টির পর গতকাল ৩ উইকেট নেন লাসিথ এমবুলদেনিয়া। সেটা যথেষ্ট হয়নি শেষ পর্যন্ত। পঞ্চম উইকেটে ডম সিবলে ও জস বাটলারের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সফরকারীরা। সিবলে ও বাটলার অপরাজিত থাকেন যথাক্রমে ৫৬ ও ৪৬ রানে। ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার জো রুটের। এই সিরিজে তাঁর চারটি ইনিংস ২২৮, ১, ১৮৬ ও ১১। ইংল্যান্ডের এবারের চ্যালেঞ্জ ভারত। বিরাট কোহলিদের সঙ্গে চার টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ে শুরু হবে ৫ ফেব্রুয়ারি। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা