চেলসি কোচের চাকরি হারালেন ফ্রাংক ল্যাস্পার্ড। করোনার দুঃসময়েও ৩০০ মিলিয়ন ডলার খরচ করে দল গুছিয়েছিলেন তিনি। কিন্তু এর প্রতিফলন ছিল না মাঠের পারফরম্যান্সে। লিগ শিরোপার স্বপ্ন শেষই বলা যায় নবম স্থানে থাকা ব্লুজদের। অমন বিবর্ণ পারফরম্যান্সের ল্যাম্পার্ডকে সরিয়ে সম্ভবত পিএসজির চাকরি হারানো টমাস ট্যুখেলকে নতুন কোচ নিয়োগ দিচ্ছে চেলসি। এএফপি
মন্তব্য