এবার ডাবল সেঞ্চুরি পেলেন না জো রুট। ওশাডো ফার্নান্ডোর সরাসরি থ্রোয়ে ১৮৬ রানে রান আউট হয়ে গেছেন ইংলিশ অধিনায়ক। তাঁর একক লড়াইয়েই ৭ উইকেট নেওয়া লাসিথ এমবুলডেনিয়ার মারাত্মক বোলিংয়ের পরও গল টেস্টে সমানভাবে আছে ইংল্যান্ডও। ৯ উইকেটে ৩৩৯ রান করে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে আছে ৪২ রান। এএফপি
মন্তব্য